All Menu

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা ও মহড়া হয়েছে। শুক্রবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। জেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে র‌্যালী শেষে গ্রিন ভিউ উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা ও দুর্যোগ মোকাবেলায় করণীয় বিষয়ে বিশেষ মহড়া হয়। র‍্যালীর উদ্বোধন করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেবেন্দ্র নাথ উরাঁও, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম, জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ড. মোস্তাফিজুর রহমানসহ জেলার বিভিন্ন সরকারী-বেসরকারি প্রতিষ্ঠানের প্রধান ও বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষার্থীরা, স্কাউটস সদস্যরাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা দুর্যোগ মোকাবেলায় সকলকে সতর্ক থেকে এগিয়ে আসার আহবান জানান। শেষে একই স্থানে দুর্যোগ মোকাবেলায় করণীয় বিষয়ে বিশেষ মহড়া হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top