ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান বলেছেন, সুন্দর ও সঠিকভাবে পবিত্র হজ পালনের ক্ষেত্রে হজযাত্রীদের ধর্মীয় ও আনুষাঙ্গিক বিষয়ে প্রশিক্ষণের বিকল্প নেই। হজযাত্রীদের সঠিকভাবে প্রশিক্ষণ প্রদান করা গেলে হজ পালন সহজ হয়। প্রতিমন্ত্রী বলেন, দেশে সরকারি- বেসরকারি সকল হজযাত্রীকে প্রশিক্ষণ কর্মসূচির আওতায় আনা হচ্ছে। জেলা পর্যায়ে হজ প্রশিক্ষক তৈরির মাধ্যমে দেশের সকল হজযাত্রীকে নির্ধারিত সময়ে প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রতিমন্ত্রী বৃহস্পতিবার ঢাকার আশকোনায় হজ অফিস আয়োজিত ১৪৪৪ হিজরি/২০২৩ সালে নিবন্ধিত হজযাত্রীদের প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে জেলা পর্যায়ের প্রশিক্ষকদের প্রশিক্ষণ (ToT) অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ সব কথা বলেন। ধর্ম প্রতিমন্ত্রী বলেন, হজযাত্রীগণ আল্লাহর ঘরের মেহমান। বাংলাদেশ হতে গমনকারী অধিকাংশ হজযাত্রী সারা জীবনের সঞ্চিত অর্থ ব্যয় করে হজ পালন করেন। তাই ভালোভাবে প্রশিক্ষণ প্রদান করা হলে জীবনের একবার মাত্র ফরজ এ ইবাদত সঠিকভাবে পালন করা যাবে। প্রতিমন্ত্রী বলেন, হজের শরয়ী আমল, নিয়ম-কানুন সম্পর্কে সম্মক ধারণা দিতে হবে। একই সাথে বাংলাদেশ পর্ব, সৌদি আরব পর্ব, মক্কা, মদিনা, মিনা, আরাফা, মুজদালিফায় করণীয়, বিমানে যাতায়াত, সুস্থতার জন্য করণীয় বিষয়েও ভালোভাবে প্রশিক্ষণ দিতে হবে। বাংলাদেশ ও সৌদি আরবের দ্বি-পাক্ষিক হজ চুক্তিতে আল্লাহর ঘরের মেহমান সম্মানিত হজ যাত্রীদের সফল ও সুন্দরভাবে হজ পালনে যথাযথ প্রশিক্ষণের উপর গুরুত্ব প্রদান করা হয়েছে। প্রতিমন্ত্রী বলেন, পবিত্র হজ ইসলামের অন্যতম স্তম্ভ। সঠিক নিয়মে পবিত্র হজ পালনের জন্য দৈহিক, মানসিক, আর্থিক, আত্মিক বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ আবশ্যক। হজের সফরে হজযাত্রীদের পদ, পদবি, সামাজিক মর্যাদার চিন্তা পরিহার করে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে সপে দিতে হবে। আত্মত্যাগের মহান আদর্শ পবিত্র হজের অন্যতম লক্ষ্য। প্রতিমন্ত্রী আরো বলেন, ডিজিটাল প্রযুক্তির সুযোগ সুবিধাসহ হজযাত্রীদের কল্যাণে বাংলাদেশ ও সৌদি আরব সরকার প্রদত্ত প্রতিটি সেবাকে তাদের নিকট যথাযথভাবে তুলে ধরতে হবে। সেজন্য হজ গাইড ও হজযাত্রী সকলকে ভালোভাবে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। একইভাবে প্রশাসনিক দল, স্বাস্থ্যসেবা দানকারী দলের সদস্য ও হজ ব্যবস্থাপনায় যুক্ত প্রতিটি ব্যক্তিকে দক্ষ ও প্রশিক্ষিত হয়ে হজ ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করতে হবে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হজ) মোঃ মতিউল ইসলামের সভাপতিত্বে ও উপসচিব (হজ) আবুল কাশেম মোঃ শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রশিক্ষণ অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন হজ অফিস, ঢাকার পরিচালক মোঃ সাইফুল ইসলাম, হজ এজেন্সিজ এসোসিয়েশন অভ্ বাংলাদেশ (হাব) এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মাওলানা ইয়াকুব শরাফতী, মহাসচিব ফারুক আহমেদ সরদার প্রমুখ। অনুষ্ঠানে দেশের জেলা থেকে আগত প্রশিক্ষণার্থীগণ অংশগ্রহণ করেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।