All Menu

পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির ৭ম বৈঠক অনুষ্ঠিত

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বৃহস্পতিবার পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির ৭ম বৈঠক অনুষ্ঠিত হয়। কমিটির আহ্বায়কের বিশেষ আমন্ত্রণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য গৌতম কুমার চাকমা, দীপংকর তালুকদার এমপি, বাসন্তী চাকমা এমপি, কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, কমিটির সদস্য জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা), সাবেক মূখ্য সচিব আবদুস সোবহান সিকদার ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোসাম্মৎ হামিদা বেগম উপস্থিত ছিলেন। পটুয়াখালী জেলার কুয়াকাটা গ্রান্ড হোটেল এন্ড সি-রিসোর্টের সম্মেলন কক্ষে কমিটির আহ্বায়ক (মন্ত্রী পদমর্যাদা) আবুল হাসানাত আবদুল্লাহ্ এর সভাপতিত্বে পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির এ বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় বিগত সভার গৃহীত সিদ্ধান্তসমূহের অগ্রগতি পর্যালোচনা করা হয়। এ বৈঠকে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন বিধিমালা ২০১৯, তিন পার্বত্য জেলায় হস্তান্তরিত বিভিন্ন বিভাগের কার্যক্রম, কমিটির কার্যক্রম আরো গতিশীলকরণে আহ্বায়কের কার্যালয়ে নতুন জনবল কাঠামো সৃজন, তিন পার্বত্য জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ প্রক্রিয়া ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়। সভায় সিদ্ধান্ত হয়, শান্তি চুক্তিসমূহের অন্তর্ভুক্ত বিভিন্ন দপ্তর হস্তান্তর ও অন্যান্য অনিষ্পত্তিকৃত বিষয়সমূহ বাস্তবায়ন ত্বরান্বিত করার জন্য মন্ত্রিপরিষদ বিভাগের সাথে বৈঠকের উদ্যোগ নেয়া হবে। সভায় ভারত প্রত্যাগত ও অভ্যন্তরীণ শরণার্থীদের পুনর্বাসন বিষয়ে আলোচনা করা হয়। বৈঠকে পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়। পার্বত্য অঞ্চলের শান্তিশৃঙ্খলা, পর্যটনশিল্প ও উন্নয়ন কর্মকাণ্ডকে এগিয়ে নিতে সভায় ঐকমত্য পোষণ করা হয়। পার্বত্য অঞ্চলকে নিরাপদ, সুখী, উন্নত, শান্তি ও সমৃদ্ধির জনপদ হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সম্পাদিত ঐতিহাসিক শান্তি চুক্তিসমূহ পর্যায়ক্রমে বাস্তবায়ন করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top