নিজস্ব প্রতিনিধি, নওগাঁ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নওগাঁর পত্নীতলায় “ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন” এই প্রতিপাদ্য বিষয়টিকে সামনে রেখে উপজেলা প্রশাসন, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থা পত্নীতলার আয়োজনে এবং এনজিও সংস্থা ব্র্যাক, দ্য হাঙ্গার প্রজেক্ট, কারিতাস এর যৌথ সহযোগিতায় আন্তর্জাতিক নারী দিবস/২৩ পালিত হয়েছে। বুধবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে একটি র্যালী শেষে উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়। জাতীয় মহিলা সংস্থা পত্নীতলার আমিনুল হকের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজের সভাপতিত্বে নারীর অধিকার এবং মর্যাদা বিশেষ করে তৃনমূলের নারীদের অবস্থা, অবস্থান এর ইতিবাচক পরিবর্তনের জন্য করনীয় এবং সাইবার হয়রানি রোধে করণীয় বিষয়ে বক্তব্য রাখেন পত্নীতলা থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাত, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজুল কবির, পত্নীতলা প্রেসক্লাব ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী। এ সময় দিবসটির গুরুত্ব এবং তাৎপর্য তুলে ধরে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনোরঞ্জন পাল। এসময় উপস্থিত ছিলেন ব্র্যাক, দ্য হাঙ্গার প্রজেক্ট, কারিতাসের কর্মকর্তাগণ সহ অন্যান্য কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ ও সূধীজন প্রমুখ। পরে দিবসটি উপলক্ষে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার সদস্যদের মাঝে ঋণের চেক বিতরণ করা হয়। পরে বিকালে বেসরকারি এনজিও সংস্থা বাংলাদেশ কারিতাস রাজশাহী অঞ্চলের উদ্যোগে উপজেলার চকমূলী উচ্চ বিদ্যালয়ে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে পৃথক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনোরঞ্জন পাল, পত্নীতলা প্রেসক্লাব ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাঃসম্পাদক আলহাজ্ব জয়নাল আবেদীন, বাংলাদেশ কারিতাস রাজশাহী অঞ্চলের প্রোগ্রাম অফিসার একরামুল হক, সাংবাদিক পরেশ টুডু, সূধীজন প্রমুখ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।