All Menu

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুতের খুঁটি থেকে পড়ে একজনের মৃত্যু

আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের সোনামসজিদ মধ্যবাজার এলাকায় সোমবার সকালে বৈদ্যুতিক খুঁটি থেকে পড়ে ইন্টারনেটের লাইন-ম্যানের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের আজগুবি গ্রামের নজরুল ইসলামের ছেলে সোহেল রানা (২৬)। বৈদ্যুতিক খুঁটিতে উঠে নেট লাইনে কাজ করার সময় পড়ে যায় সোহেল রানা। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসা ডাঃ নাজনীন আক্তার সোহেল কে মৃত ঘোষণা করেন। শিবগঞ্জ থানা ওসি (তদন্ত) সুকোমল বিষয়টি নিশ্চিত করে জানান, এ-ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top