ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নৃত্য পরিচালক মাসুম বাবুলের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। সোমবার সন্ধ্যা ছয়টার দিকে ঢাকার সিদ্দিক বাজারে নিজ বাসায় ক্যান্সারের সাথে যুদ্ধরত মাসুমের ইন্তেকালের সংবাদে মন্ত্রী প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। সম্প্রচার মন্ত্রী হাছান তার শোকবার্তায় বলেন, ‘প্রতিভাবান নৃত্য বিশারদ মাসুম বাবুল বঙ্গবন্ধুর জীবনভিত্তিক ‘মুজিব: দ্য মেকিং অভ্ আ নেশন’ চলচ্চিত্রে কাজ করেছেন। দীর্ঘ চার দশকের কর্মজীবনে তিনি ‘বেদের মেয়ে জোসনা’, ‘কোটি টাকার কাবিন’, ‘বিক্ষোভ’ সহ বহু চলচ্চিত্রে নৃত্য পরিচালনা করেছেন।’ ১৯৯৩ সালের ‘দোলা’, ২০০৮ সালের ‘কি জাদু করিলা’ ও ২০১৮ সালের ‘একটি সিনেমার গল্প’ সিনেমার নৃত্য পরিচালক হিসেবে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত মাসুম বাবুল চলচ্চিত্র অঙ্গনে এক উজ্জ্বল নক্ষত্র হিসেবে দীপ্যমান থাকবেন, বলেন মন্ত্রী হাছান মাহমুদ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।