All Menu

পঞ্চগড়ে সংঘর্ষের ঘটনায় ২৩ জন গ্রেফতার

ডিজার হোসেন বাদশা, নিজস্ব প্রতিনিধি, পঞ্চগড়, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: পঞ্চগড়ে পুলিশ ও মুসল্লি সংঘর্ষের ঘটনাসহ নিহতের ঘটনায় দায়ের করা পৃথক তিন মামলায় ২৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৪ মার্চ) পুলিশ দুটি মামলা ও আহমদিয়া সম্প্রদায় একটি মামলাসহ তিনটি মামলায় ২৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৬ হাজার ৪০০ থেকে ৬ হাজার ৬০০ জনকে আসামী করে পঞ্চগড় সদর থানায় মামলা দায়ের করে। রবিবার (৫ মার্চ) রাতে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা বিষয়টি নিশ্চিত করে বলেন, তিন মামলায় বাকী আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। এদিকে গত শুক্রবার (৩ মার্চ) পঞ্চগড়ে পুলিশ ও মুসল্লিদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সরকারি অফিসে অগ্নিসংযোগ, ভাঙচুরসহ পুলিশের কাজে বাঁধা প্রদান করাসহ হত্যার দায়ে শনিবার (৪ মার্চ) তিনটি পৃথক মামলা দায়ের করা হয়। এর পর জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top