ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেল নাগরিক টেলিভিশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার দুপুরে রাজশাহী সাংবাদিক ইউনিয়নে কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন মহোদয় অনুষ্ঠানে উপস্থিত থেকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন ও প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেণী, নাগরিক টিভির রাজশাহী প্রতিনিধি ও রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক তানজিমুল হক, সাংবাদিক নেতা রাশেদ রিপন, বদরুল হাসান লিটন, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান আসাদসহ রাজশাহীতে কর্মরত সাংবাদিকবৃন্দ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।