ময়মনসিংহ ব্যুরো, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ময়মনসিংহ সদরে ধানক্ষেতে পড়ে থাকা অবস্থায় এক পুলিশ সদস্যের স্ত্রী’র মরদেহ উদ্ধার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। বুধবার (০১ মার্চ) সকাল ৮টার দিকে ময়মনসিংহ সদর উপজেলার গোষ্ঠা পশ্চিম পাড়া এলাকার ধানক্ষেতে পড়ে থাকা অবস্থায় মরদেহ উদ্ধার করে পুলিশ। মৃত মৌসুমী আক্তার (২৫) মুক্তাগাছা উপজেলার সৈয়দ গ্রামের বাসিন্দা ও বর্তমানে নারায়ণগঞ্জ পুলিশ লাইনসে কর্মরত পুলিশ সদস্য সুজন হাসানের স্ত্রী। কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, বুধবার সকালে গোষ্ঠা পশ্চিম পাড়ার স্থানীয়রা ধানক্ষেতে মরদেহ দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ধানক্ষেত থেকে মৌসুমীর মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার মৃত্যু কীভাবে হয়েছে তা তদন্তের পর বলা যাবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।