মশাহিদ আহমদ, নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: মৌলভীবাজারে সামাজিক সংগঠন ফেন্ডস অব মৌলভীবাজার অর্গানাইজেশন অভিষেক আলোচনা সভা ও শিক্ষা সহায়তার অর্থ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার (২৭ ফেব্রুয়ারি) জনমিলন কেন্দ্রের অডিটোরিয়ামে সামাজিক সংগঠন ফ্রেন্ডস অব মৌলভীবাজার অর্গানাইজেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ফয়ছল আহমদ আখন্দ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। সিনিয়র সাংবাদিক নজরুল ইসলাম মুহিব এর পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, মৌলভীবাজার পৌরসভার চেয়ারম্যান আলহাজ্ব ফজলুর রহমান, ট্রাস্ট ব্যাংক মৌলভীবাজার শাখার ব্যবস্থাপক শামীম আহমদ, বাসস মৌলভীবাজার প্রতিনিধি ডা: ছাদিক আহমদ, নাজিররাবাদ ইউপির সাবেক চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন মাতুক। এ ছাড়াও বক্তব্য রাখেন, মৌলভীবাজার পৌরসভার কাউন্সিলর এড.পার্থ সারথি পাল, ইউপি চেয়ারম্যান এড.সুজিত দাশ, মো: আপ্পান আলী, মো: বদরুজ্জামান চুন্নু, এড মামুনুর রশিদ, এড বকসী জোবায়ের আলহমদ, এড কামরুজ্জান চৌধুরী শাহীন, ফেন্ডস অব মৌলভীবাজার অর্গানাইজেশন এর সভাপতি মো: আবদাল হোসেন, সাধারণ সম্পাদক শাহ ফজলে এলাহি, সাংগঠনিক সম্পাদক আতাউল হক চৌধুরী বাবলু, সদস্য ফয়ছল আহমদ, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর মাহমুদ, মোস্তফাপুর ইউপির প্যানেল চেয়ারম্যান মো: ইমরান আহমদ, ইউপি সদস্য মনসুর আহমদ প্রমুখ। পরে মৌলভীবাজার সদর উপজেলার বিভিন্ন প্রাথমিক, মাধ্যমিক, এবতেদায়ী মাদ্রাসার মধ্যে ৬০হাজার টাকা, কলেজ শিক্ষার্থীদের মধ্যে ৮০হাজার টাকার মৌলভীবাজার কালেক্টরেট স্কুল ও কলেজে ৫০হাজার টাকার নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।