All Menu

প্রকল্প বাস্তবায়নের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন

আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিশ্রুত পাঁচ প্রকল্প বাস্তবায়নের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় সমাজ তান্ত্রিক দল-জাসদ। রবিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় চত্বরে ঘন্টাব্যাপি এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে প্রধানমন্ত্রী বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি দিয়ে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে নিমতলা দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পাঁচ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত কঠোর আন্দোলন চালিয়ে যাওয়ার হুশিয়ারি দেন জাসদের নেতৃবৃন্দ। মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা নাগরিক কমিটির আহবায়ক সৈয়দ হোসেন আহমেদ বাদশা, জেলা জাসদের সভাপতি মোজাফ্ফর হোসেন, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, কামরুজ্জামান বাবলু, যুবজোট নেতা তরিকুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ। এতে প্রধানমন্ত্রী প্রতিশ্রুত চাঁপাইনবাবগঞ্জ জেলায় মেডিকেল কলেজ, ২৫০ শয্যা আধুনিক সদর হাসপাতাল পরিচালনায় প্রয়োজনীয় জনবল ও ইউনিয়ন/ওয়ার্ড পর্যায়ে স্বাস্থ্যসেবার মান-বৃদ্ধিসহ সকল অনিয়ম দূরকরা, বিশ্বব্যপি করোনা মহামারির কারণে বন্ধ-কৃত সকল আন্তঃনগরসহ সকল লোকাল ট্রেন চালু এবং বনলতা ট্রেনের আসন সংখ্যা বৃদ্ধি, চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপন, সোনা-মসজিদ স্থলবন্দর ইমিগ্রেশন চালু, চাঁপাইনবাবগঞ্জ জেলাকে অর্থনৈতিক জোন হিসেবে নির্বাচিত করার দাবি জানানো হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top