All Menu

পঞ্চগড়ে মোটরসাইকেলের ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু

ডিজার হোসেন বাদশা, নিজস্ব প্রতিনিধি, পঞ্চগড়, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: পঞ্চগড়ের দেবীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় মকবুল হোসেন (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত মকবুল হোসেন চিলাহাটি ইউনিয়নের ভাউলাগঞ্জ বিজয়নগর এলাকার মৃত জসিম উদ্দীনের ছেলে। শনিবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার বড়শশী ইউনিয়নের টোকরাভাষা পাচপাকুরি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, সন্ধ্যায় এক আত্মীয়ের বাড়ি বাড়ি থেকে বাইসাইকেল করে বাড়ি ফিরছিলেন মকবুল হোসেন। একসময় টোকরাভাষা পাচপাকুরি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল হোসেন নিহতের বিষয়টি নিশ্চিত করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top