ময়মনসিংহ ব্যুরো, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ময়মনসিংহের সদর উপজেলার নিজকল্পা গ্রামের মেহগনিবাগান থেকে পুলিশ কনস্টেবল সাদ্দাম হোসেনের (২৭) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সাদ্দাম হোসেন সদর উপজেলার বাঘেরকান্দা গ্রামের বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিমের ছেলে। তিনি পুলিশ কনস্টেবল হিসেবে সুনামগঞ্জ জেলায় কর্মরত ছিলেন। শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে সাদ্দামের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে কোতোয়ালি মডেল থানা-পুলিশ। কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, শুক্রবার রাত ১০টার দিকে পুলিশ সদস্য সাদ্দাম হোসেন রাতের খাবার খেয়ে বাড়ি থেকে বের হন। এরপর থেকে নিখোঁজ ছিলেন। শনিবার বিকেল ৩টার দিকে এলাকার মেহগনি বাগানে পাতা কুড়াতে যান সাহানা বেগম নামে এক নারী। সেখানে তিনি পুলিশ সদস্যের মরদেহ দেখে স্থানীয়দের বিষয়টি জানান। পরে তারা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধে হত্যা করে মরদেহ ফেলে রাখা হয়েছে। পুলিশ তদন্ত কাজ শুরু করেছে। ঘটনার রহস্য অচিরেই উদঘাটন হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।