All Menu

পঞ্চগড়ে জামায়াতের সাধারণ সম্পাদক আটক

ডিজার হোসেন বাদশা, নিজস্ব প্রতিনিধি, পঞ্চগড়, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: পুলিশের বিশেষ অভিযানে পঞ্চগড়ে জেলা জামায়াতের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনকে (৫৫) আটক করা হয়েছে। শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে প্রেরণ করা হয়। এর আগে শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) গভির রাতে পঞ্চগড় সদর উপজেলার জগদল এলাকার তার নিজ বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ। আটক দেলোয়ার হোসেন কলিমদ্দীন শেখের ছেলে।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) দুলাল উদ্দীন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। গত ২৪ ডিসেম্বর দুপুরে পঞ্চগড় জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সরকারের পদত্যাগ, সংসদ বাতিল এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে গণ-মিছিলের প্রস্তুতি নেয় পঞ্চগড় জেলা বিএনপি। বিভিন্ন এলাকা থেকে নেতা-কর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন। পরে দলটি গণ-মিছিল বের করলে পুলিশি বাধার সম্মুখীন হন। এক পর্যায়ে পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ-ঘটনায় ৫টি পৃথক মামলা দায়ের করে পুলিশ। এসব মামলায় মোট ৮১ জনের নাম উল্লেখসহ এক হাজারেরও অধিক অজ্ঞাত আসামী করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top