জাহিনুর ইসলাম, বিরামপুর প্রতিনিধি, দিনাজপুর, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: উন্নয়নের মহাসড়কে দেশ, দুধ ডিম ও মাংস উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ শেখ হাসিনার বাংলাদেশ, এই প্রতিপাদ্যর আলোকে দিনাজপুরের বিরামপুর পানিসম্পদ কর্মকর্তা ডাঃ বিপুল কুমার চক্রবর্তীর তত্ত্বাবধানে শনিবার বেলা ১২ টায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে এক প্রদর্শনীর উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান খাইরুল আলম রাজু। প্রদর্শনীতে গরু, মহিষ, ঘোড়া, ছাগল, বিড়াল, পাখি, খাদ্য, চিকিৎসা পদ্ধতিসহ নানাবিধ কার্যক্রমের বিষয়ে নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার, পৌর মেয়র আক্কাস আলী, ওসি সুমন কুমার মহন্ত সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ বিভিন্ন স্টল পরিদর্শন করেন। পরে নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকারের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠিত হয়। এসময় বিরামপুর প্রেস ক্লাবের সভাপতি মোরশেদ মানিক, সা: সম্পাদক কামরুজ্জামান, প্রচার সম্পাদক রিপন মানিক চৌধুরী, সিনিয়র ডাঃ নূরুল হক, সাংবাদিক মোবারক আলী, জাকিরুল ইসলাম, মিজানুর রহমানসহ সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।