All Menu

স্থলবন্দর চালুর দাবীতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন

বিধান দাস, নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ধর্মগড় সীমান্তে পাকিস্তান আমলে ১৯৫৮-৬৫ সালে যে চেকপোস্ট ও স্থলবন্দর চালু ছিল সেটি পুনরায় চালুর দাবীতে মানববন্ধন ও লংর্মাচ কর্মসূচি পালন করেছে স্থানীয়রা। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে ধর্মগড়-দেবিগঞ্জ স্থলবন্দর বাস্তবায়ন কমিটির উদ্যোগে উপ-জেলার চেকপোস্ট কাউন্সিল বাজারে এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এসময় ধর্মগড়-দেবিগঞ্জ স্থলবন্দর বাস্তবায়ন কমিটির আহবায়ক সফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন, ধর্মগড় ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম, সাবেক চেয়ারম্যান আবু হানিফ, লক্ষীরহাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোকসেদ আলী,বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মেহেদি হাসান শুভসহ স্থানীয়রা। বক্তারা বলেন, ‘পাকিস্তান আমলে আমাদের এখানে চেকপোস্ট ও স্থলবন্দর চালু ছিল দীর্ঘ দিন। কিন্তু ৭১ এর পরে সেটি অনাবশ্যক-ভাবে বন্ধ হয়ে যায়। সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখেতে ও এলাকাবাসীর উন্নয়নের কথা চিন্তা করে আবারো এটি চালুর দাবী জানাচ্ছি। এ জন্যই আমরা মানববন্ধন ও লংর্মাচ কর্মসূচীতে নেমেছি। বক্তারা আরও বলেন, ‘বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ আইন, ২০০১ এর ৩ ধারা ও কাস্টমস আইন, ১৯৬৯ এর ৯ ধারার আইন প্রয়োগের মাধ্যমে এ স্থলবন্দরটি পুনরায় চালু করলে আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ আরও মাথা উঁচু করে দাঁড়াবে। এছাড়াও স্থল বন্দর চালুর দাবীতে মানববন্ধন ও লংর্মাচ কর্মসূচি হিসেবে দুপুরে রাণীশংকৈল উপজেলা পরিষদের সামনেও তারা মানববন্ধন করেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করেন। রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল সুলতান জুলকার নাইন কবির বলেন, স্থলবন্দর চালুর বিষয়ে স্মারকলিপি পেয়েছি। আমি এটি চালুর বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। আশা করছি এ বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top