All Menu

ঠাকুরগাঁওয়ে নদীর পাড় ধসে শিশুর মৃত্যু

বিধান দাস, নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ঠাকুরগাঁও সদর উপজেলা শুখানপুকুরী ইউনিয়নে নদীর ধারের পাথর কুড়াতে গিয়ে নদীর পাড় ধসে মাটির নিচে চাপা পড়ে আখি আক্তার (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত আখি আক্তার শুখানপুকুরী ইউনিয়নের ৯নং ওয়ার্ড দক্ষিণ আরাজি গোপালপুর গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ওই ইউনিয়নের বাংরোড নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকায় বাঁধ নির্মাণের কাজ চলছে। সেখানে মাটির নিচে পাথর পড়ে থাকায় এদিন সকালে দুইবোন নদীর পাড়ে বাসিলা দিয়ে পাথর কুড়াতে গিয়েছিলো। এ সময় উপর থেকে মাটি ধসে পড়ে চাপা পড়ে আখি। পরে তার বোনের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে গিয়ে মাটি সরিয়ে তাকে উদ্ধার করে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে যায়। সেখানে চিকিৎসক আখিকে মৃত ঘোষণা করেন। ভুল্লি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের কোনও অভিযোগ না থাকায় নিহত শিশুর লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top