আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান জেলা প্রশাসক এ কে এম গালিভ খান, পুলিশ সুপার এ এইচ এম আব্দুর রকিব সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীসহ অনেকে। এদিকে ভোরে প্রভাত ফেরীর মাধ্যমে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ আওয়ামীলীগ সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও খুব সকালে এসেছিলো শহীদ মিনারে। এদিকে নিজেদের ভাষায় একুশের গান গেয়ে প্রভাত ফেরী করে ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়েছে ক্ষুদ্রজাতিসত্বার মানুষরা। কোল ভাষা নিয়ে কাজ করা সামার ইনস্টিটিউট অব লিংগুইস্টিক (এসআইএল) ইন্টারন্যাশনাল বাংলাদেশ নামে একটি আন্তর্জাতিক সংস্থার সহযোগিতায় বাবুডাইং আলোর পাঠশালায় আয়োজন করা হয় একুশের অনুষ্ঠান। এতে নিজেদের ভাষা ও সংস্কৃতি তুলে ধরে ক্ষুদ্রজাতিসত্বার পরিবারের শিক্ষার্থীরা। এছাড়াও কোলসহ বিভিন্ন ভাষার বর্ণমালার সাথে পরিচয় করিয়ে দেয় হয় অনুষ্ঠানে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।