All Menu

২শ বছরের পুরনো সীমানা পিলার জব্দ

জাহিনুর ইসলাম, বিরামপুর প্রতিনিধি, দিনাজপুর, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: দিনাজপুরের বিরামপুরে প্রায় ২’শ পাঁচ বছর আগেকার একটি লোহার সীমানা পিলার জব্দ করেছে বিরামপুর থানা পুলিশ। পিলারটি ১৮১৮ সালের বলে নিশ্চিত করেছেন ওসি সুমন কুমার মহন্ত। পিলারটির ওজন ৩০ কেজি ১০০ গ্রাম। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টায় পৌর শহরের জোলাগাড়ী গ্রামের একটি পুকুরে মাছ ধরতে গিয়ে জেলেরা পানির নিচে পড়ে থাকা অবস্থায় পিলারটি দেখতে পায়। পরে তারা থানায় খবর দিলে পুলিশ গিয়ে এই প্রাচীন সম্পদটি জব্দ করে পুলিশ হেফাজতে নেয় । সীমানা পিলারটির বাহিরের দৈর্ঘ্য ৬৩০ সেন্টিমিটার এবং প্রস্থ ২২০ সেন্টিমিটার। বৃত্তাকারে পিলারটি ৬৯০ সেন্টিমিটারের। পিলারটির একপাশে বিপদজনক সূচক কঙ্কালের ছবি খোদাই করা আছে এবং ইংরেজিতে ১৮১৮ লেখা আছে। খোদাই করা সালের উপরে দুটি পতাকা খোদাই করা আছে। এছাড়াও পতাকা দুটির উপরে ইংরেজিতে ‘EAST INDIA COMPANT’ লেখা খোদাই করা আছে। স্থানীয়দের মাধ্যম দিয়ে বিরামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) তুহিন জানান, বিরামপুর-নবাবগঞ্জ আঞ্চলিক সড়কের ধারে পৌরসভার ৩নং ওয়ার্ডের জোলাগাড়ী গ্রামের একটি পুকুরে জেলেরা মাছ ধরছিলো। এসময় সীমানা পিলারটির সাথে তাদের জালটি আটকে যায়। পরে তারা এই লোহার বস্তুটি পুকুর থেকে তুলেন । পুকুরটির মালিক ওই গ্রামের লুৎফর রহমান। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বলেন, প্রাচীন এই সীমানা পিলারটি আমাদের হেফাজতে আছে। আদালতের মাধ্যমে এটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top