All Menu

তেঁতুলিয়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

ডিজার হোসেন বাদশা, নিজস্ব প্রতিনিধি, পঞ্চগড়, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা ট্রাকের ধাক্কায় উজ্জল হোসেন (৩৩) নামে এক ঔষধ কোম্পানির রিপ্রেজেন্টিভের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকালে জেলার তেঁতুলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নের মাগুড়মারি এলাকায় পঞ্চগড়- তেঁতুলিয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। সূত্রে জানা যায়, নিহত উজ্জল রাজশাহী জেলার চারঘাট উপজেলার বর্কতুর নন্দনগাছি গ্রামের জামাল উদ্দীনের ছেলে। ঔষধ কোম্পানি রেনেটাতে রিপ্রেজেন্টিভ পদে চাকুরি করায় তেঁতুলিয়ায় ভাড়া বাড়িতে থাকতেন। স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, ঔষধ কোম্পানির মিটিং এ যোগ দিতে তেঁতুলিয়া থেকে দিনাজপুরে মোটরসাইকেল যোগে যাচ্ছিলেন। একসময় দেবনগড় ইউনিয়নের মাগুড়মারি চৌরাস্তা বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা তেঁতুলিয়াগামী একটি দ্রুতগামী ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে পড়ে থাকতে দেখে দ্রুত ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেয়। এদিকে ফায়ার সার্ভিস তাকে উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন নিহতের বিষয়টি নিশ্চিত করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top