All Menu

বিরামপুরে ফুচকা বিক্রেতা মেধাবী শিক্ষার্থীকে সহায়তা

জাহিনুর ইসলাম, বিরামপুর প্রতিনিধি, দিনাজপুর, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: দিনাজপুরের বিরামপুরে দরিদ্র মেধাবী মাদ্রাসা আলিম জিপিএ-৫ পাশের আলোকিত মেধাবী শিক্ষার্থী ফুচকা বিক্রেতা মোঃ তাহিবুল ইসলাম এর পাশে নগদ অর্থ সহায়তার হাত বাড়িয়ে দিলেন বে-সরকারি উন্নয়ন প্রতিষ্ঠান আইফার্মার। দরিদ্র মেধাবী শিক্ষার্থী মোঃ তাহিবুল ইসলাম পৌর পূর্বপাড়া মহল্লার বাদল হোসেনের ছেলে। সোমবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কনফারেন্স রুমে আলোকিত মেধাবীর পাশে আইফার্মার আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার। বিরামপুর উপজেলা প্রশাসনের সার্বিক সহায়তায় এসময় বিরামপুর চাঁদপুর ফাজিল মাদ্রাসার আলিম বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ -৫ পাওয়া মেধাবী শিক্ষার্থী মোঃতাহিবুল ইসলাম কে আইফার্মারসহ অন্যান্য সরকারি, বে-সরকারি ও আধাসরকারিসহ সকল উন্নয়ন সংস্থার প্রতি আর্থিক সহায়তা ও উচ্চ শিক্ষার সকল সুযোগ সুনিশ্চিত করণের জন্য সকল দায়িত্বভার গ্রহণের আহবান জানিয়ে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল আলম রাজু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলছুম বানু, উপজেলা কৃষি কর্মকর্তা নিকছন চন্দ্র পাল, উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, থানা অফিসার ইনচার্জ সুমন কুমার মহন্ত, আইফার্মার লিমিটেড এর বিজনেস প্লানিং এন্ড অপারেশন ম‍্যানেজার (এগ্রি ইনপুট) কর্মকর্তা মাহমুদূল হাসান নাবিল, সংস্থার মার্কেটিং ক‍্যাপাসিটি ডেভলপমেন্ট সহকারী ব্যবস্থাপক সাইদ আহমেদ, বিরামপুর চাঁদপুর ফাজিল মাদ্রাসার সুপার এ এস এম হুমায়ন কবির,বিরামপুর প্রেসক্লাব সভাপতি মোরশেদ মানিক, প্রথম আলো প্রতিনিধি নূরে আলম সিদ্দিকী প্রমুখ। আলোচনা শেষে মেধাবী শিক্ষার্থী মোঃ তাহিবুল ইসলামের হাতে আইফার্মার এর পক্ষ থেকে আইফার্মার লিমিটেড এর বিজনেস প্লানিং এন্ড অপারেশন ম‍্যানেজার (এগ্রি ইনপুট) কর্মকর্তা মাহমুদূল হাসান নাবিল, সংস্থার মার্কেটিং ক‍্যাপাসিটি ডেভলপমেন্ট সহকারী ব্যবস্থাপক সাইদ আহমেদ শিক্ষা-সহায়তা হিসেবে নগদ ২০ হাজার টাকা ও বিরামপুর চাঁদপুর ফাজিল মাদ্রাসার সুপার এ এস এম হুমায়ন কবির ১০ হাজার টাকা প্রদান করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top