All Menu

চাঁপাইনবাবগঞ্জে ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন

আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: সারাদেশের সাথে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সোমবার সকাল ২০ ফেব্রুয়ারী জেলার ৫টি উপজেলা ও পৌরসভার ১১৫৬ টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লক্ষ ৯১ হাজার ৬’শ ১৪ জন শিশুকে ১টি লাল রঙের ভিটামিন “এ” ক্যাপসুল ও ৬ থেকে ১১ মাস বয়সী ২৬ হাজার ৪৫৭ জন শিশুকে নীল রঙের ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানো হবে। সকালে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ভিটামিন “এ” ক্যাপসুল কার্যক্রমের উদ্বোধন করেন সিভিল সার্জন ডাঃ এসএম মাহমুদুর রশিদ। ভিটামিন “এ” ক্যাপসুল কার্যক্রম চলাকালে উপস্থিত ছিলেন জেলা হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ মাসুদ পারভেজ, উপজেলা স্বাস্থ্য প প কর্মকর্তা ডাঃ দেলোয়ার হোসেন, পৌর কাউন্সিলর মাসুদুল হক নিখিল, ইপিআই সুপারিন্টেনডেন্ট আমিরুল ইসলাম জীবনসহ অন্যরা। সিভিল সার্জন ডাঃ এসএম মাহমুদুর রশিদ জানান, ২০ ফেব্রুয়ারি জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের মাধ্যমে জেলার ৬ মাস-১১ মাস বয়সী ২৬ হাজার ৪৫৭ জন শিশুকে এবং ১২ মাস-৫৯ মাস বয়সী ১ লক্ষ ৯১ হাজার ৬১৪ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। ৬-১১ মাস বয়সী শিশুদের নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। তিনি আরও জানান, সদর উপজেলায় ৩৩৮টি, শিবগঞ্জ উপজেলায় ৩৮৬টি, গোমস্তাপুর উপজেলায় ১৯৪টি, নাচোল উপজেলায় ৯৮টি, ভোলাহাট উপজেলায় ৯৮টি এবং নবাবগঞ্জ পৌরসভায় ৫২টিসহ মোট ১ হাজার ১৬৫ টি সেন্টারে ৩ হাজার ৪৮৩ জন স্বেচ্ছাসেবক শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়াবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top