All Menu

ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে পঞ্চগড়ে সংবাদ সম্মেলন

ডিজার হোসেন বাদশা, নিজস্ব প্রতিনিধি, পঞ্চগড়, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: পঞ্চগড়ে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পালন উপলক্ষে গণমাধ্যম কর্মীদের সাথে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে পঞ্চগড় সিভিল সার্জন কনফারেন্স রুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডা. রফিকুল হাসানের সভাপতিত্বে জেলা ইপিআই সুপারিন্টেনডেন্ট হাসিবুর রহমান শাহ্’র সঞ্চালনায় বক্তব্য রাখেন, পঞ্চগড় জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাহাজালাল, ৭১ টিভির রফিকুল ইসলাম, চ্যানেল এসের আব্দুর রউফ, বাংলাটিভির ডিজার হোসেন বাদশা, সময় টিভির সোহাগ হায়দার, সাংবাদিক লিহাজ উদ্দীন, বাবুল, তোয়ালেব প্রমুখ। এসময় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
জেলার ৫ উপজেলা ও ৩টি পৌরসভায় এক হাজার ৭৭টি কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী ১৭ হাজার ৭৫০ জন শিশুকে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ৩৭ হাজার ২৫১ জন শিশুকে খাওয়ানো হবে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল। এ সময় প্রতি কেন্দ্রে ২ জন হিসেবে সেচ্ছাসেবকসহ মোট ২ হাজার ১৫৪ জন স্বেচ্ছাসেবক পালন করবেন। ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০ ফেব্রুয়ারি সোমবার ১দিনব্যাপী অনুষ্ঠিত হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top