মশাহিদ আহমদ, নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: মৌলভীবাজারে যমুনিয়া বড়বাড়ী যুব সমাজের উদ্যোগে মরহুম হেলিম মিয়া, তাহার উত্তরসূরি ও গ্রামবাসীর মুর্দেগানের ঈসালে সওয়াব উপলক্ষে বাদ যোহর হইতে মধ্যরাত পর্যন্ত ১২তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হবে আগামীকাল ১৯ ফেব্রুয়ারী রবিবার। ওয়াজ ও দোয়ার মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন- সুনামগঞ্জ ইকরচই কামিল মাদ্রাসার অবসর প্রাপ্ত প্রিন্সিপাল হযরত মাও: ছমির উদ্দিন (বিষয়- নেক আমল)। বিশেষ অতিথি হিসাবে থাকবেন- শায়েস্তাগঞ্জ, দাউদনগর বাজার জামে মসজিদ এর খতিব হযরত মাও: ক্বারি আব্দুল ওয়াদুদ সিদ্দিকী ( বিষয়- কবর ও হাশর)। প্রধান বক্তা- হযরত মাও: মুফতি ফারুক আহমদ লস্কর, হবিগঞ্জ, (বিষয়- শবে মেরাজের আলোচনা)। বিশেষ বক্তা- হযরত মাও: আব্দুল কাদির বিপ্লবী, চুনারুঘাট, (বিষয়- শুক্রবারের ফযিলত)। প্রধান আকর্ষণ- হযরত মাওলানা আহসানুর রাহমান দুলাল, খঞ্চনপুরী, (বিষয়- পিতা-মাতার হক)সহ স্থানীয় উলামায়ে কেরাম। সভাপতি মণ্ডলীর দায়িত্ব পালন করবেন- মাও: আব্দুল মজিদ লতিফি, খতিব, যমুনিয়া বায়তুস সালাম জামে মসজিদ, মোঃ শেখ সাজ্জাদুর রহমান মাষ্টার, মোঃ আব্দুল মুমিত চৌধুরী, মোঃ সুন্দর আলম ও মানবাধিকার-কর্মী মোঃ শেখ ফয়েজ আলী। আয়োজক কমিটির পক্ষ থেকে উক্ত ওয়াজ ও দোয়ার মাহফিলে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।