All Menu

নারী কেলেঙ্কারির অভিযোগে পুলিশ সদস্য ক্লোজড

ডিজার হোসেন বাদশা, নিজস্ব প্রতিনিধি, পঞ্চগড়, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন:পঞ্চগড়ের বোদা উপজেলায় নারী কেলেঙ্কারির অভিযোগে শেখ রেজোয়ান আহম্মেদ (৩৫) নামে এক পুলিশ সদস্যকে (কনস্টেবল) ক্লোজড করে পঞ্চগড় পুলিশ লাইনে নেয়া হয়েছে। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) ভোর রাতে স্থানীয়রা জেলার বোদা উপজেলার গরুহাটি থানার ডাঙ্গা এলাকা থেকে তাকে অনৈতিক কার্যকলাপের সময় আটক করে। আটক পুলিশের কনস্টেবল শেখ রেজোয়ান আহম্মেদ নীলফামারী সদরের শেখ শহিদার রহমানের ছেলে। তিনি বর্তমানে বোদা থানায় কর্মরত ছিলেন। তার বিরুদ্ধে বিভাগীয় পর্যায়ে ব্যবস্থা গ্রহণ করাসহ আইনি ব্যবস্থা চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।
সূত্রে জানা যায়, বিয়ের কথা বলে গরুহাটি থানার ডাঙ্গা এলাকার এক গৃহবধূর সাথে প্রেমের সম্পর্ক স্থাপন করে পুলিশ সদস্য রেজোয়ান। বৃহস্পতিবার গভির রাতে প্রেমের সূত্রে ওই গৃহবধূর সাথে দেখা করতে গিয়ে স্থানীয়দের হাতে আটক হয় সে। পরে ভোর রাতে থানায় নেয়া হলে শুক্রবার বিকেলে ভিকটিমের ভাষ্য নিয়ে পরিবারের অভিযোগে তাকে আটক দেখিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে ক্লোজড করা হয়। বোদা থানার ওসি সুজয় কুমার রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ কনস্টেবল রেজোয়ানের বিরুদ্ধে বিভাগীয় পর্যায়ে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এদিকে পরিবারের পক্ষ থেকে মামলাও প্রক্রিয়াধীন রয়েছে। তাকে ক্লোজড করে পঞ্চগড় পুলিশ লাইনে নেয়া হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top