All Menu

ঝিনাইদহে ৩ দিনব্যাপী লালন স্মরণ উৎসব শুরু

হেলালী ফেরদৌসী, নিজস্ব প্রতিনিধি, ঝিনাইদহ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ঝিনাইদহের হরিণাকুন্ডুতে শুরু হয়েছে বাউল সম্রাট ফকির লালন শাহ’র তিন দিনব্যাপী স্মরণ উৎসব। হরিশপুর লালন একাডেমীর আয়োজনে বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার হরিশপুর লালন একাডেমী মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ উৎসব শুরু হয়। লালন একাডেমীর সহ-সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মনিরা বেগম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাহেদী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক দানবীর নাসের শাহরিয়ার জাহেদী মহুল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রথীন্দ্রনাথ রায়, হরিণাকুন্ডু উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা প্রমুখ। অনুষ্ঠানের আলোচক ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সিদ্ধার্থ শংকর জোয়ারদার, লোক শিল্পী আব্দুল লতিফ শাহ। তিন দিনব্যাপী এ উৎসব উপলক্ষে চলছে গ্রামীণ মেলাও। প্রতিদিন বিকেল থেকে গভীর রাত অবধি লালনের রচিত গান পরিবেশ করা হবে এই উৎসবে। লালন স্মরণোৎসব উপলক্ষে সেখানে জড়ো হয়েছেন সাধু ভক্ত-অনুসারীরা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top