বিধান দাস, নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ‘আর নয় বাল্য বিয়ে, এগিয়ে যাবো স্বপ্ন নিয়ে’ -শ্লোগানকে সামনে রেখে বাল্যবিবাহ নিরোধকল্পে জাতীয় কর্মপরিকল্পনা ২০১৮-২০৩০ অর্জনে বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৭, বাল্যবিবাহ নিরোধ বিধিমালা-২০১৮ বিষয়ে মিডিয়া পার্সোনেলদের অংশ গ্রহণে এক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও উপপরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর, ঠাকুরগাঁও এর আয়োজনে ও বেসরকারি সংস্থা আরডিএস বাংলাদেশ, ঠাকুরগাঁও এর সহযোগিতায় মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে আরডিএস বাংলাদেশ, ঠাকুরগাঁও এর ইউনিট অফিস প্রশিক্ষণ কেন্দ্রে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। বাল্যবিবাহ নিরোধে ওরিয়েন্টেশনে নির্ধারিত বিষয়ের উপরে তথ্য-উপাত্ত তুলে ধরেন আরডিএস বাংলাদেশ, ঠাকুরগাঁও এর জেলা কোঅর্ডিনেটর ঝর্না বেগম। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল মান্নান ভূঁইয়া, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক জিন্নাতারা ইয়াসমিন সহ আরডিএস এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ওরিয়েন্টেশনে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ২৫ জন সংবাদকর্মী অংশ নেয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।