জাহিনুর ইসলাম, বিরামপুর প্রতিনিধি, দিনাজপুর, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে বিরামপুর শহরের কলেজ বাজারে ট্রাক চাপায় এক মোটরসাইকেল চালক কলেজ ছাত্র নিহত হয়েছে। নিহতের নাম ওমর ফারুক (১৮)।
সে বিরামপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র এবং শহরের কৃষ্টচাঁদপুর মহল্লার আব্দুল খালেকের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিরামপুর থেকে ঘোড়াঘাট রেলগেট অভিমুখী একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা মোটর সাইকেলকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই চালক ওমর নিহত হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করেছে। বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
শেয়ার করুন-
প্রকাশ : ফেব্রুয়ারি ১৩, ২০২৩ , ৯:৫৭ অপরাহ্ণ
আর্কাইভ ক্যালেন্ডার
আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।