নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নোয়াখালীর বেগমগঞ্জে “আফজল স্মৃতি সংসদ” এর উদ্যোগে মানবতার দেয়াল উদ্বোধন ও অসহায়দের মাঝে পোশাক বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে উপজেলার কাদিরপুর সাহেবের হাটে সংগঠনের অফিসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাদিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালেহ উদ্দিন। সংগঠনের সভাপতি শাহ মোহাম্মদ মনজুর কাদের দিদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাস্টার আবদুল বাকেরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাদিরপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম মাওলা চৌধুরী, ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিন সুজন, সাংবাদিক ইয়াকুব নবী ইমনসহ অনেক বক্তব্য রাখেন। সাধারণ মানুষের বিপদে আপদে পাশে থাকতে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে ৩৩ বছর আগে একদল তরুণ কাদিরপুর সাহেবের হাট এলাকায় “আফজল স্মৃতি সংসদ” প্রতিষ্ঠা করেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।