All Menu

মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী দায়িত্ব গ্রহণ

মশাহিদ আহমদ, নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: মৌলভীবাজার মডেল থানার নতুন অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী দায়িত্ব গ্রহণ করেছেন। রবিবার (৫ ফেব্রুয়ারি) মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ মো. ইয়াছিনুল হক বদলি সূত্রে তাকে এ দায়িত্ব বুঝিয়ে দেন। উল্লেখ্য, ৩০ জানুয়ারি জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া স্বাক্ষরিত এক পত্রে মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ মো. ইয়াছিনুল হককে মৌলভীবাজার প্রবাসী কল্যাণ শাখায় বদলি করা হয়। নতুন অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী সত্যতা নিশ্চিত করে তিনি সাংবাদিকসহ সকলের সহযোগিতা কামনা করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top