All Menu

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা খাইরুল ইসলামের দাফন সম্পন্ন

আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: শিবগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা খাইরুল ইসলামের দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় উপজেলার বিনোদপুর ইউনিয়নের একবরপুর কেন্দ্রীয় গোরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন ও শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সদস্য বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমান বাচ্চু, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উপজেলা শাখার সভাপতি মাহবুবুর রহমান মিজান ও সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম রানাসহ বিভিন্ন ইউনিয়ন মুক্তিযোদ্ধা ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদকরা। এর আগে বুধবার বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হলে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top