All Menu

বিরামপুরে সড়ক দুর্ঘটনায় গৃহবধূ নিহত

জাহিনুর ইসলাম, বিরামপুর প্রতিনিধি, দিনাজপুর, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: দিনাজপুরের বিরামপুর সড়ক দুর্ঘটনায় এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহত গৃহবধূর নাম রেশমা (২১)। সে পার্শ্ববর্তী হাকিমপুর উপজেলার বলরামপুর গ্রামের সফিউল কাওসার এর স্ত্রী। বুধবার (১ ফেব্রুয়ারি) বিকেলে সোনালী ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে। বিরামপুর থানা পুলিশের উপ-পরিদর্শক নিহারঞ্জন রায় জানান, পার্শ্ববর্তী হাকিমপুর উপজেলার বলরামপুর গ্রামের সফিউল কাওসার শিশু সন্তানসহ তার স্ত্রী রেশমাকে (২১) নিয়ে পার্বতীপুর উপজেলার ভবানীপুর শ্বশুর বাড়ি থেকে নিজ বাড়ি ফেরার পথে শহরের সোনালী ব্যাংকের সামনে সন্তানসহ গৃহবধূ রেশমা সড়কে ছিটকে পড়ে। ঘটনার সাথে সাথে পিছন দিক থেকে দ্রুতগামী একটি কাভার-ভ্যানের চাকায় রেশমা পিষ্ট হয়। তাকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ মনিরা পারভিন রেশমাকে মৃত ঘোষণা করেন। বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ কাভার-ভ্যানটি আটক করেছে ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top