All Menu

জন দুর্ভোগ লাঘবে নোয়াখালীতে উচ্ছেদ অভিযান

ইয়াকুব নবী ইমন, নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বৃহত্তর নোয়াখালীর প্রধান বাণিজ্যিক শহর চৌমুহনীতে যানজট নিরসনসহ জনগণের ভোগান্তি লাগবে উচ্ছেদ অভিযান চালিয়েছে বেগমগঞ্জ উপজেলা প্রশাসন। ফুটপাত দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অর্থদন্ড দেয়া হয়। বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইয়াসির আরাফাতের নেতৃত্বে প্রায় ছয় ঘণ্টা ব্যাপী চলমান এই অভিযানে থানা পুলিশ ও চৌমুহনী পৌরসভা কর্তৃপক্ষ সহযোগিতা করে। জনদুর্ভোগ কমাতে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার ইয়াসির আরাফাত।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top