All Menu

নোয়াখালীতে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালকের উন্নয়ন কাজ পরিদর্শন

ইয়াকুব নবী ইমন, নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নোয়াখালীতে সরকারের বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মিজানুর রহমান। তিনি বেগমগঞ্জ উপজেলার এখলাশপুরে টিআর, কাবিখা ও এইচ বিবি প্রকল্পের কাজ পরিদর্শন করে কাজের মান দেখে সন্তোষ প্রকাশ করেন। এ সময় এইচ বিবি প্রকল্পের উপপরিচালক আওলাদ হোসেন, সেতু ও কালভার্ট প্রকল্পের উপপরিচালক ইসমাইল হোসেন, জেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহিদ হাসান খান, বেগমগঞ্জের পিআইও আহমেদ উল্লাহ সবুজ সহ অনেকে উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top