All Menu

গফরগাঁওয়ে ঢাকাগামী ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

ময়মনসিংহ ব্যুরো, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ময়মনসিংহের গফরগাঁওয়ে ঢাকাগামী আন্ত নগর হাওর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে আলামিন (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত আলামিন গফরগাঁও উপজেলার দত্তের বাজার ইউনিয়নের কন্যামন্ডল গ্রামের মৃত শহীদ মিয়ার ছেলে। রবিবার (২৯ জানুয়ারি) বেলা পৌনে ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ রেলপথের গফরগাঁওয়ের শিলাসী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে খবর পেয়ে গফরগাঁও জিআরপি ফাঁড়ি পুলিশ লাশ উদ্ধার করে।
জিআরপি ফাঁড়ি পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকাল পৌনে ১২টার দিকে ঢাকাগামী আন্ত নগর হাওর এক্সপ্রেস ট্রেন গফরগাঁও স্টেশন ছেড়ে যায়। ট্রেনটি শিলাসী এলাকা অতিক্রম করার সময় আলামিন নামের ওই যুবক ট্রেনের নিচে ঝাঁপ দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে জিআরপি ফাঁড়ি পুলিশ এসে লাশ উদ্ধার করে। গফরগাঁও জিআরপি ফাঁড়ির ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করেছি। মৃত্যুর কারণ তদন্ত করা হচ্ছে। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top