ইয়াকুব নবী ইমন, নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী পৌরসভার মেয়র সহিদ উল্যাহ খান সোহেলের মা নুরজাহান বেগম লিলি (৭০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া .রাজিউন)। তিনি দীর্ঘদিন থেকে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত অবস্থায় চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার বাদ জোহর নোয়াখালীর মাইজদীস্থ হাউজিং বালুর মাঠে মরহুমার জানাজা অনুষ্ঠিত হয়েছে। এদিকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের মায়ের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ গভীর সমবেদনা জ্ঞাপন করেন। বৃহস্পতিবার দুপুরে বালুর মাঠে জানাজায় স্থানীয় এমপি একরামুল করিম চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম সেলিম, জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু, মরহুমের সুযোগ্য পুত্র জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদ উল্যাহ খান সোহেল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সামছুদ্দিন ও সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি-বর্গসহ বিভিন্ন মহলের হাজার হাজার মানুষ জানাজায় অংশগ্রহণ করেন। জানাজা শেষে মরহুমের গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এর আগে বুধবার ভোর রাতে তিনি পৌরসভার কৃষ্ণরামপুরের নিজ বাসায় মারা যান। মৃত্যুকালে তিনি ২ ছেলেসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে যান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।