All Menu

নওগাঁর পত্নীতলায় গাড়ির ধাক্কায় গ্রাম পুলিশসহ ২জন নিহত

আলহাজ্ব বুলবুল চৌধুরী, নিজস্ব প্রতিনিধি, নওগাঁ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নওগাঁর পত্নীতলায় ঔষধ কোম্পানির গাড়ির ধাক্কায় এক গ্রাম পুলিশসহ ২জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার উপজেলার শিহাড়া বাজার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন আমন্ত দিঘীপাড়া এলাকার মৃত গজিম উদ্দিনের ছেলে গ্রাম পুলিশ সুরত আলী (৫০) এবং কাষ্টবাই ডাঙ্গাপাড়া এলাকার মৃত খবির উদ্দীনের ছেলে গোলাম মোস্তফা (৭০)। একই দুর্ঘটনায় আহতরা হলেন, উপজেলার কাষ্টবাই ডাঙ্গাপাড়া এলাকার মৃত ইয়াকুব আলীর ছেলে দোকানী আকবর আলী (৭২) এবং একই এলাকার মৃত গফুর উদ্দীনের ছেলে ছমির উদ্দীন (৭৮)। পত্নীতলা থানা সূত্রে জানা গেছে বৃহস্পতিবার বেলা আনুঃ ১২টায় আগ্রাদ্বীগুন হতে আসা এসকেএফ ঔষধ কোম্পানির একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে শিহাড়া বাজার মোড়ের আকবর আলীর পান, বিড়ি-সিগারেটের দোকানে বসে থাকা কয়েকজনের পেছনে ধাক্কা দিলে ঘটনাস্থলেই গ্রাম পুলিশ সুরত আলীর মৃত্যু হয়। এ অবস্থায় আহত দোকানী আকবর আলী, গোলাম মোস্তফা ও ছমির উদ্দিনকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে আহত গোলাম মোস্তফার অবস্থা সংকটাপন্ন হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে সেখানে তার মৃত্যু হয়। এ ঘটনায় পত্নীতলা থানা পুলিশ ঘাতক ঔষধ কোম্পানির গাড়ীটির চালকসহ গাড়ীটি আটক করেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top