All Menu

উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্পের প্রকরণ বিতরণ অনুষ্ঠিত

জাহিনুর ইসলাম, বিরামপুর প্রতিনিধি, দিনাজপুর, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বিরামপুর উপজেলা পরিষদের আয়োজনে বৃহস্পতিবার বিকেলে (ইউজিডিপির) জাপান ইন্টারন্যাশনাল কো অপারেশন এজেন্সি জাইকার অর্থায়নে বিভিন্ন শিক্ষা -প্রতিষ্ঠান উঁচু -নিচু বেঞ্চ বিতরণ ও নৃতাত্ত্বিক ছাত্র-ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়। এ লক্ষ্যে উপজেলা অডিটরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দিনাজপুর-৬ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য শিবলী সাদিক (এমপি)। আরও বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম, উম্মে কুলসুম বানু, আওয়ামী লীগের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণসহ সুধীবৃন্দ প্রমুখ। এমপি শিবলী সাদিক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান উঁচু-নিচু বেঞ্চ বিতরণ সহ নৃতাত্ত্বিক ছাত্র-ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ করেন

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top