All Menu

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহীর মৃত্যু

বিধান দাস, নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, ঠাকুরগাঁও সদর থানা এলাকার শাহ পাড়ার মৃত সিরাজ উদ্দিনের ছেলে আসাদ এবং নিশ্চিন্তপুর এলাকার আব্দুল জব্বারের ছেলে রাশেদুল। বুধবার (২৫ জানুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের এনামুল পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, একই মোটরসাইকেল চেপে ২ জন ঠাকুরগাঁও শহর থেকে এনামুল ফিলিং স্টেশনে তেল নেওয়ার জন্য যাচ্ছিল। পাম্পের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে অর্থাৎ পঞ্চগড়ের দিক থেকে আসা ঢাকাগামী একটি ধান বোঝাই ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়।
তথ্য নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ মো: কামাল হোসেন জানান, একটি হিরো গ্লামার গাড়ীতে থাকা দুজন আরোহীকে পিষ্ট করা ট্রাকটি পালিয়ে যেতে সক্ষম হয়েছে। লাশ ময়না তদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top