ডিজার হোসেন বাদশা, নিজস্ব প্রতিনিধি, পঞ্চগড়, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন:পঞ্চগড়ের দুস্থ শীতার্ত মানুষদের পাশে দাঁড়িয়েছে পঞ্চগড় পুলিশ নারী কল্যাণ সমিতি ‘পুনাক’। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বিকেলে পুনাকের আয়োজনে পঞ্চগড় পুলিশ লাইন মাঠে আনুষ্ঠানিক ভাবে দুস্থ ও নিম্ন আয়ের শীতার্ত মানুষদের মাঝে প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র বিতরণ করেন বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি মোহা: আবদুল আলীম মাহমুদ। এসময় পঞ্চগড় সদরের প্রায় পাঁচ শতাধিক দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। এতে পঞ্চগড় পুনাকের সভানেন্ত্রী মনিরা ইয়াসমিন আঁখির সভাপতিত্বে উপস্থিত ছিলেন, পুনাকের রংপুর রেঞ্জের সভানেন্ত্রী জেসমিন মাহমুদ, পঞ্চগড় পুলিশ সুপার সিরাজুল হুদা, অতিরিক্ত পুলিশ সুপার সফিকুল ইসলাম, কনক কুমার দাস, রাকিবুল হাসানসহ পাঁচ থানার ওসি ও পুলিশ সদস্যরা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।