জাহিনুর ইসলাম, বিরামপুর প্রতিনিধি, দিনাজপুর, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বিরামপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে বন্ধন। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বিরামপুর বন্ধন এনজিও অফিসে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা এনজিও ফোরামের সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক অসিত কুমার চৌকিদার, সহ সভাপতি ও বিরামপুর প্রেসক্লাবের সভাপতি মোরশেদ মানিক।
বন্ধন এনজিও’র পক্ষে কর্মসূচী বাস্তবায়ন করেন বিরামপুর শাখা ব্যবস্থাপক মো: আশরাফুল ইসলাম সেলিম, হিসাব রক্ষক কাহহার আজম চৌধুরী, ফিল্ড অফিসার যথাক্রমে শিমুল কুমার মহন্ত, আশরাফুল ইসলাম, শাফিউল ইসলাম ও রফিক সরকার।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার বন্ধন এনজিও এর এ ধরনের মহতী উদ্যোগকে সাধুবাদ জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।