আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ ইনসাব চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে বুধবার নির্মাণ শ্রমিকদের দাবি দিবস উপলক্ষে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দুপুরে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে চাঁপাইনবাবগঞ্জের সরকারি কলেজ মোড়ের মুজিব চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। চাঁপাইনবাবগঞ্জ ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন ইনসাবের সভাপতি আব্দুল কাইউমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ ইনসাবের প্রধান উপদেষ্টা শহীদুল হুদা অলক। সমাবেশে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ ইনসাবের সাধারণ সম্পাদক মতিউর রহমান মতিন, উপদেষ্টা মতিউর রহমান, সহ সভাপতি মজিবুর রহমান ভিখু, এবরান আলী, বারঘরিয়া শাখার সাধারণ সম্পাদক অসীম আলী, রানীহাটি ঘোড়াপাখিয়া শাখার সাধারণ সম্পাদক আব্দুস সালাম।
সমাবেশে বক্তারা নির্মাণ শ্রমিকদের ১২ দফা দাবি বাস্তবায়নের আহবান জানান। সমাবেশে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকার নির্মাণ শ্রমিকরা অংশ নেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।