আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের হাজারবিঘি বাজারে অগ্নিকান্ডে তারেক স্টোর নামে একটি মুদি দোকান ভস্মীভূত হয়েছে। শনিবার রাতে এ অগ্নিকান্ডের দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার গভীর রাতে মুদি দোকানে আগুন দেখতে পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। তবে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসার আগেই আগুন নিয়ন্ত্রণে আনে স্থানীয়রা। তারেক স্টোরের স্বত্বাধিকারী তারেক রহমান বলেন, আমার দোকানের তিন লাখ টাকার মাল ছিল। সব পুড়ে ছাই হয়ে গেছে। আমি কি খেয়ে বাঁচবো, দিশেহারা হয়ে পড়েছি। তিনি সরকারের সহযোগিতা কামনা করেছেন। শিবগঞ্জ ফায়ার সার্ভিস জানায়, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে ধারণা করা হচ্ছে। তবে তাৎক্ষণিক-ভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।