All Menu

বিরামপুর উপজেলা কর্মকর্তার বিদায় সংবর্ধনা

জাহিনুর ইসলাম, বিরামপুর প্রতিনিধি, দিনাজপুর, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: দিনাজপুরের বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প: প : কর্মকর্তা ডা: শ্যামল কুমার রায়ের পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা শনিবার (১৪ জানুয়ারি) হাসপাতাল চত্বরে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: তাহেরা খাতুন, বিরামপুর থানার অফিসার ইনচার্জ সুমন কুমার মহন্ত, দিনাজপুর সদর হাসপাতালের ডা: তাহজুল ইসলাম, বিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার প্রশান্ত কুমার রায়, ডাঃ শামসুজ্জামান,ডা: জান্নাতুল,ডাঃ শাহরিয়ার, ডাঃ আলী হোসেন,ডাঃ মনিরা, ডাঃ হাসনাত, ডাঃ জাকিরুল ইসলাম, ডাঃ গোলাম মাহমুদ রহমান ডলার, সিনিয়ার নার্স মোরশেদা বেগম, কমিউনিটি হাসপাতালের ডাঃ মশিউর রহমান, শামসুল ইসলাম মোস্তাফিজুর রহমান জুলফিকার আহমেদ তাহাওয়ার, বিরামপুর প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক আবু তাহের, মানিক চৌধুরী প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top