মশাহিদ আহমদ, নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: মৌলভীবাজারে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে মানুষের অধিকার ফাউন্ডেশন। শনিবার (১৪ জানুয়ারি) মৌলভীবাজার প্রেসক্লাবের সামনের সড়কে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা প্রতিবন্ধী শিক্ষার্থীদের এ্যাসিসটিভ ডিভাইস কেনার টাকা আত্মসাতের সাথে সম্পৃক্তদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন। মৌলভীবাজার সদর উপজেলার প্রাথমিক বিদ্যালয় গুলোতে অধ্যয়নরত প্রতিবন্ধী শিক্ষার্থীদের এ্যাসিসটিভ ডিভাইস কেনার টাকা আত্মসাতের অভিযোগে সম্প্রতি একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পরই বিভিন্ন মহল থেকে নিন্দার ঝড় বইছে। নানাভাবে প্রতিবাদ জানাচ্ছেন মৌলভীবাজারবাসী। এ সময় বক্তব্য রাখেন, সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এডভোকেট নিয়ামুল হক, সাধারণ সম্পাদক মোহাম্মদ মোস্তাকিম আহমেদ, গিয়ানগর ইউনিটের সাধারণ সম্পাদক মাখনুনূর রহমান, সাংগঠনিক সম্পাদক তারেক আহমেদ, কালাপুর ইউনিটের সভাপতি মোঃ সজিবুর রহমান টিপু, বাংলাদেশ মানবাধিকার কমিশন মৌলভীবাজার সদর উপজেলা শাখার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আহমেদ রনি, এডভোকেট মোরাদ খান, এডভোকেট সুজন আহমেদ ও ফাউন্ডেশনের সদস্য তায়েফ আহমেদ, হাবিবুল ইসলাম ও সায়েম সহ বিভিন্ন স্তরের সচেতন মানুষ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।