All Menu

বেটার চাঁপাইনবাবগঞ্জের শীতবস্ত্র বিতরণ ও মানবতার দেয়াল উদ্বোধন

আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: স্বেচ্ছাসেবী সংগঠন-‘বেটার চাঁপাইনবাবগঞ্জ এর আয়োজনে অসহায়-দুঃস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ ও মানবতার দেয়াল’র উদ্বোধন করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। মঙ্গলবার বিকেলে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে ‘শীতার্ত মানুষের আর্তনাদে-আমরা আছি তাদের পাশে’ এ স্লোগানে দরিদ্র পুরুষ ও মহিলা শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুন্ডু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীন সাহিত্য সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক কবি এনামুল হক তুফান, ‘দৈনিক চাঁপাই দর্পণ’র সম্পাদক ও চ্যানেল আই’র জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম রঞ্জু, চাঁপাইনবাবগঞ্জ টিবিএম কলেজের অধ্যক্ষ মোঃ আতিকুল ইসলাম, কৃষি উদ্যোক্তা মোঃ মুনজের মানিক, চাঁপাইনবাবগঞ্জের নানা নাতি গম্ভীরা দলের নাতি মোঃ ফাইজার রহমান মানি। এসময় আরও উপস্থিত ছিলেন বেটার চাঁপাইনবাবগঞ্জ’র সভাপতি শামিম আকতার বিপ্লব, সহ-সভাপতি মিনহাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, কোষাধ্যক্ষ সারিউল ইসলামসহ অন্যান্য সদস্যরা। বেটার চাঁপাইনবাবগঞ্জ’র মঙ্গল কামনা করে স্বাগত বক্তব্য রাখেন অতিথিগণ। উপস্থিত শীতার্তদের মাঝে কম্বল তুলে দেন অতিথিরা। কম্বল বিতরণ শেষে নবাবগঞ্জ সরকারি কলেজের পশ্চিম বাউন্ডারি ওয়ালে রাস্তার পাশে মানবতার দেয়াল’র উদ্বোধন করেন অতিথিগণ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top