আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জ জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা হয়। জেলা প্রশাসক একেএম গালিভ খাঁনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন, জেলা স্থানীয় সরকারের উপ-পরিচালক দেবেন্দ্রনাথ উরাঁও, অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ, সিভিল সার্জন এসএম মাহমুদুর রশিদ, এডিসি (শিক্ষা ও আইসিটি) পাপিয়া সুলতানা, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক আনিছুর রহমান খাঁন, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খাঁন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক উম্মে কুলসুম, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সাহিদা আখতার, সাবেক এমপি জিয়াউর রহমান জিয়া, ডাঃ গোলাম রাব্বানী, নাচোল উপজেলা চেয়ারম্যান আঃ কাদের, গোমস্তাপুর উপজেলা চেয়ারম্যান হুমায়ূন রেজাসহ অন্যরা। সভায় ভোলাহাট উপজেলা চেয়ারম্যান রাব্বুল হোসেন, ডিডি ইসলামী ফাউন্ডেশন মাহমুদার রহমান, জেলা শিক্ষা অফিসার আব্দুর রশিদ, নাচোল উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীনসহ র্যাব, বিজিবি, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। সভায় মাদক, বাল্যবিয়ে, সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ প্রতিরোধ, নির্মূল ও নিয়ন্ত্রণের লক্ষ্যে কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানান বক্তারা। সভার সভাপতি জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন বলেন, অন্য যেকোনো সময়ের চেয়ে জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভাল রয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।