All Menu

নোয়াখালীতে দুঃস্থ অসহায়দের মাঝে নগদ অর্থ বিতরণ

ইয়াকুব নবী ইমন, নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নোয়াখালীর সোনাইমুড়ীতে একটিভ ফাউন্ডেশনের পক্ষ থেকে সমাজের দু:স্থ অসহায়দের মাঝে নগদ অর্থ বিতরণ ও নতুন অফিস উদ্বোধন করা হয়েছে। উপজেলার জয়াগ বাজারে চাটখিল উপজেলা আওয়ামী লীগের সভাপতি, উপজেলা পরিষদ ও একটিভ ফাউন্ডেশনের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির এই অর্থ বিতরণ ও ফিতা কেটে অফিস উদ্বোধন করেন। এ সময় সোনাইমুড়ী উপজেলা নির্বাহী অফিসার ইসমাইল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মমিনুল ইসলাম বাকের, সম্পাদক আফম বাবুল বাবু, ওসি জিয়াউল হকসহ অনেকে বক্তব্য রাখেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ বাস্তবায়ন, মানুষের কল্যাণে সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ড বাড়িয়ে দলীয় নেতাকর্মীদের পাশে থাকতেই সোনাইমুড়ীতে এই ফাউন্ডেশনের নতুন শাখা উদ্বোধন করা হয়েছে বলে জানান ফাউন্ডেশনের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top