All Menu

আইজিপি গুড সার্ভিসেস ব্যাজ পেলেন মৌলভীবাজার মডেল থানার এএসআই মোঃ মাহবুবুল আলম

মশাহিদ আহমদ, নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: পুলিশি সেবার মাধ্যমে ভালো কাজ করায় ২০২৩ সালের পুলিশ সপ্তাহে “আইজিপি গুড সার্ভিসেস ব্যাজ” পেলেন মৌলভীবাজার মডেল থানার এএসআই মোঃ মাহবুবুল আলম। ভালো কাজের মানদণ্ড বিবেচনা করে মোট ৬টি ক্যাটাগরিতে ৪শত ৫৮ জন পুলিশ সদস্যদের বৃহস্পতিবার (৫ জানুয়ারি) রাজারবাগ প্যারেড গ্রাউন্ডে পরিয়ে দেয়া হয় আইজিপি ব্যাজ- ২০২৩। সেবার মাধ্যমে ভালো কাজ করায় কমলগঞ্জ থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মোঃ আব্দুর রাজ্জাককে ও আইজি ব্যাজ পরিয়ে সম্মানিত করা হয়। আইন শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা বিধান, জনসেবামূলক কর্মকাণ্ড, মামলার রহস্য উদঘাটন, ভালো পুলিশিং, সরকারী ও ব্যক্তিগত কর্মকাণ্ড দিয়ে পুলিশের ইমেজ বৃদ্ধিকরাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে অবদান রাখছেন বাংলাদেশ পুলিশের সদস্যরা। তাদের অবদানের স্বীকৃতিস্বরুপ ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ প্রতিবছর ঐসকল পুলিশ সদস্যদের আইজিপি ব্যাজ পরিয়ে সম্মানিত করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top