All Menu

গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্যু

আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় শাহীনবাবু(২২) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে রহনপুর- নাচোল সড়কের রহনপুর পৌর এলাকার চিনিয়াতলায় এ দূর্ঘটনা ঘটে। নিহত ওই কলেজছাত্র নাচোল উপজেলার কসবা ইউনিয়নের জাদুপুর গ্রামের মোঃ একরামুল হকের ছেলে। সে রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজের অনার্স ২য় বর্ষের ছাত্র। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই কলেজ ছাত্র সাইকেল চালিয়ে কলেজ যাওয়ার সময় চিনিয়াতলা নামক স্থানে একটি ধানবাহী ট্রাক তাকে ধাক্কা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়।পুলিশ ঘাতক ট্রাকটি ( ঢাকা -মেট্রো-১৪-১২৫৬) আটক করেছে। বিষয়টি নিশ্চিত করে গোমস্তাপুর থানার ওসি মাহবুবুর রহমান জানান, নিহত ওই কলেজ ছাত্রের লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে এবং এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top